আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জ পৌর সদরটি যতই দিন যাচ্ছে ততই বাড়ছে মানুষের বসবাস আর বাড়ছে অসংখ্য যানবাহন। তবে বাড়েনি সেই তুলনায় সড়ক। শতাধিক বছরের পরনো এই শহরের সরু সড়কগুলো প্রশস- করা হয়নি। তৈরি করা হয়নি নতুন নতুন সড়ক পথ। বেড়েছে সদরের রাস’ার তুলনায় অত্যাধিক সিএনজি, ব্যাটারিচালিত অটোবাইক, ইজিবাইক। গোলাপগঞ্জ পৌরসভার কেন্দ্রবিন্দু চৌমুহনী বর্তমানে সিলেট জকিগঞ্জ সড়কের ব্যস-তম পয়েন্ট।
সরেজমিন দেখা গেছে, প্রতিদিন চারদিক থেকে হাজার হাজার ছোট বড় গাড়ি এমনকি সিলিন্ডার ও পেট্রোলবাহী লরীসহ কয়েশত কয়লা বোঝাই ট্রাক সুতারকান্দি বর্ডার থেকে যাতায়াত করে। বিগত দিনে উক্ত ব্যস-তম স’ানে দীর্ঘ প্রচেষ্টা এবং আবেদন নিবেদন করার পরও একটি ট্রাফিক স’াপনে পৌরবাসী ব্যর্থ। ইতিমধ্যে অনেক দুর্ঘটনা ঘটে গেছে এই পয়েন্টে। গোলাপগঞ্জ , জকিগঞ্জ,কানাইঘাট, চারখাই, বড়লেখা, বিয়ানীবাজারসহ কয়েকটি উপজেলা থেকে যানবাহন এই পয়েন্ট দিয়ে যাতায়াত করে থাকে। এই পয়েন্ট যে কতটুকু গুরুত্বপূর্ণ তা বলার শেষ নেই। ১০ মিনিটের পথ যেতে ঘন্টার পর কত সময় লাগে তা কেউ বলতে পারে না। অসহনীয় এই যানযটের কারণে সদরবাসী এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। এদিকে ট্রাফিক ব্যবস্থাও অপ্রতুল।
যানজটের কবলে গোলাপগঞ্জ পৌর সদর
Friday, September 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment