বিশ্বনাথে প্রতিপৰের হামলায় স্কুল শিৰকসহ আহত ৫

Monday, September 1, 2014

আমাদের সিলেট ডটকম:

বিশ্বনাথে প্রতিপৰের হামলায় স্কুল শিৰকসহ ৫জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন- উপজেলার বড়তলা গ্রামের হাজী আফরোজ আলী ছেলে ও বড়খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নানু মিয়া,স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী সিদ্দেক আলী, পিঠাকরা গ্রামের জমির আলী ও বড়তলা গ্রামের চুনু মিয়া ও এমরান আহমদ। এদের মধ্যে গুরুতর আহত নানু মিয়া ও জমির আলী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস’তি চলছে বলে জানা গেছে।

আহত স্কুল শিৰক নানু মিয়া অভিযোগ করেছেন, চলমান ভোটার তালিকায় তথ্য সংগ্রহে তিনি গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে কাজ করছিলেন। অলংকারী ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডের ১৬০২, ১৬০৩, ১৬০৪ ও ১৬১২ ভোটার এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্তব্যকালীন সময়ে নাজমুল ইসলাম র্বহেল তার কিছু অপ্রাপ্ত বয়স্ক সমর্থক ও আত্মীয়-স্বজনকে ভোটার তালিকায় অর্ন্তভূক্তির জন্য চাপ প্রদান করেন। আইন সম্মত না হওয়ায় নানু মিয়া তা করতে সম্মত হননি। এতে নাজমুল হোসেন র্বহেল ৰিপ্ত হয়ে অলংকারী ইউপি কার্যালয়ে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রমে থাকাকালীন নানু মিয়া সহ উপস্থিত অন্যান্য কর্মকর্তাদেরও হুমকী প্রদান করেন।

শনিবার বিকেলে নানু মিয়া ভোটার তালিকা নবায়নের কাজ সম্পন্ন করে বাড়ী ফিরার পথে পনাউলৱাহ বাজারের কাছে পৌঁছামাত্র নাজমুল ইসলাম র্বহেল গংরা তার (নানু মিয়া) উপর হামলা করেন। এ সময় তার আত্বচিৎকারে স’ানীয় আওয়ামী লীগ নেতা হাজী সিদ্দেক আলীসহ অন্যরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা বিএনপি নেতা নাজমুল ইসলাম র্বহেল বলেন, আমাদের বির্বদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট। ভোটার তালিকা সংক্রান্ত কোন বিষয় নিয়ে বিরোধ নয় দাবি করে তিনি বলেন, নানু মিয়ার ভাইয়ের সাথে বাজার সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বে কথা কাটাকাটি তার হয়েছে। শনিবার বিকেলে পনাউলৱা বাজারে নানু মিয়া তাকে (র্বহেল) গালিগালাজ করতে থাকলে তিনি এর প্রতিবাদ করেন।

বিশ্বনাথ থানার অফিসার্স ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, পনাউলৱ্লাহ বাজারের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ভোটার তালিকা অপ্রাপ্ত বয়স্কদের নাম অন্তর্ভূক্তি নিয়ে কোনো বিরোধ হয়নি বলে যতদূর জানতে পেরেছি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License