বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বীরবিক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, অ্যাডভোকেট আব্দুল গফফার, আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, মামুনুর রশীদ মামুন, একেএম তারেক কালাম, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, বাহারুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বিএনপিকে ধ্বংস করতে জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্রে সর্বশক্তি নিয়োগ করেছেন।
তারা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চায়। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা কোন গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না।
নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা শমশের মবিন চৌধুরী শুধু সিলেটেরই গর্ব নন, তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন এবং বাংলাদেশের গর্ব। তিনি কারো রক্তচক্ষুতে ভীত নন।
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও শমসের মবিন চৌধুরী সম্পর্কে কটুক্তির প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ
Friday, September 5, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment