আমাদের সিলেট ডটকম:
দক্ষিণ সুরমায় তক্ষকসহ গ্রেফতারকৃত ৩জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার আটককৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে সিলেট বনবিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ৪টি তক্ষক সিলেট বনবিভাগে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়। পরে বনবিভাগ কর্মকর্তারা তক্ষক ৪টি সিলেটের ইকোপার্কে অবমুক্ত করেন।
গত বুধবার রাত সাড়ে ১০ টায় দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল আলিফ ‘স’ মিলের সামন থেকে দেড় কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ ৩জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে- কোম্পানীগঞ্জ উপজেলার দরাকুল গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র মনির উদ্দিন (৬০), খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার মোলাপাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র মোহাম্মদ আব্দুল মজিদ (৪৮) এবং একই গ্রামের মৃত রমজান আলীর পুত্র জুলহাস মিয়া (৪৮)।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ শাহ আলম বাদি হয়ে তাদের বিরুদ্ধে ২০১২ সালের বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৩৯/৪০ ধারায় একটি ননএফআইআর মামলা দায়ের করেন। নং- ১৮৩ (০৪-০৯-১৪)। গতকাল তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
দক্ষিণ সুরমায় তক্ষকসহ আটক ৩জনকে কারাগারে প্রেরণ; উদ্ধারকৃত তক্ষক ইকোপার্কে অবমুক্ত
Thursday, September 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment