আমাদের সিলেট ডটকম:
চুনারুঘাটে ভারতীয় বিছিন্নতাবাদীদের অস্ত্রের সন্ধানে আবারও মাঠে নেমেছে র্যপিড এ্যাকশন ব্যাটিলিয়ান-র্যাব। গত ২-৩ ধরে অত্যন্ত গোপনীয়তায় র্যাব সদস্যরা চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ির টিপুরা পল্লীতে তল্লাসী চালাচ্ছে।
রোববার ভোর রাতে র্যাব ৯ কোম্পানী কোমান্ডার মোসাদ্দেক আলী নেতৃত্বে একদল র্যাব সদস্য যুগেশ দেব বমার পাশের ঘরের আঙিনায় গর্ত করে । এসময় টিপরা পল্লীর সকল পূরুষ-মহিলাকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। অভিযানকালে গণমাধ্যম কর্মীসহ কাউকে অভিযানস’লে যেতে দেওয়া হয়নি। ১ জুন থেকে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার সানা শামিনুর রহমান এর নেতৃত্বে শুরু হয় অভিযান। এতে অংশ নেয় শতাধিক র্যাব সদস্য, ডগ স্কোয়াড ও বোমা বিশেষজ্ঞ দল। এসময় বনের প্রায় এক’শ ফুট উঁচু টিলায় ১৩টি ও ত্রিপরা পল্লীতে দু’টি বাংকার আবিস্কার করা হয়। তবে ৩ জুন টিলায় অবসি’ত একটি বাংকার থেকে বিপুল পরিমান কামান বিধক্ষংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিন গান, মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৩ হাজার গুলি, ম্যাগজিন, এমজি এমনেশন বক্স, ওয়েল ক্যান উদ্ধার করা হয়। ৪ জুন র্যাব এর ডিজি মুখলেছুর রহমান ও র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান সাতছড়ি এলাকা পরিদর্শণ করেন। অব্যাহত থাকে র্যাবের অভিযান। দীর্ঘ ১৯ দিনের অভিযানে বিপুল পরিমাণ সমরাস্ত্র উদ্ধার করা হলেও এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সমাপ্ত করা হয় অস্ত্র উদ্ধার অভিযান।
সাতছড়িতে আবারো র্যাবের অভিযান : ১৫ বাংকারের সন্ধান
Monday, September 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment