আমাদের সিলেট ডটকম:
মঙ্গলবার দিবাগত শেষ রাতে দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ একটি বাড়িতে হানা দিয়েছিল হাফপ্যান্ট পরা ডাকাতদের একটি দল। তবে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় একই পরিবারের দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হচ্ছেন- অমিত বিশ্বাস ও সুমন বিশ্বাস।
অমিত বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণসুরমার বিভাগীয় অফিস সংলগ্ন ছিটা গোটাটিকরস্থ তাদের বাড়িতে হানা দেয় হাফপেন্ট পরিহিত ৮/১০ জনের একটি ডাকাতদল। এ সময় ঘরের লোকজন চিৎকার করলে ও বাধা দিলে অমিত বিশ্বাস ও সুমন বিশ্বাসের উপর হামলা চালায় ডাকাতরা। অমিত বিশ্বাসের পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা মালামাল ফেলে পালিয়ে যায়। তাবে পালানোর পূর্বে তারা দামি দুটো মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত ২ জনের মধ্যে অমিত গুরুতর আহত। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বলে অমিত জানান।
দক্ষিণসুরমার গোটাটিকরে শেষরাতে ‘হাফপ্যান্ট বাহিনী’র হানা \ আহত ২
Tuesday, September 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment