আমাদের সিলেট ডটকম: অনলাইনে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ‘জিহাদের পতাকা উত্তোলনে’ ভারতের উপমহাদেশে একটি শাখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। গতকাল অনলাইনে জাওয়াহিরির আরবি ও উর্দু ভাষার সংমিশ্রণে রেকর্ড করা ৫৫ মিনিটের ওই ভিডিও বার্তাটি পোস্ট করা হয়। আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। জাওয়াহিরি বলেছেন, ভারতীয় উপমহাদেশে জিহাদের পতাকা ওড়ানোর জন্য নতুন শাখা কাজ করবে। বিশ্বজুড়ে আল-কায়েদার সশস্ত্র শাখা প্রসারের অংশ হিসেবে এ ঘোষণা দিলেন জাওয়াহিরি।
শিয়া সন্ত্রাস পর্যবেক্ষণ গ্রুপ বুধবার অনলাইনভিত্তিক ‘জিহাদিস্ট’ ফোরামে জাওয়াহিরির ভিডিওবার্তা শনাক্ত করে। এতে জাওয়াহিরি বলেছেন, ভারতীয় উপমহাদেশে মুসলিমদের মধ্যে বিরাজমান কৃত্রিম সীমান্ত ভেঙে ফেলবে তাদের নতুন শাখা। আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় রয়েছে আল-কায়েদা। এ দুই দেশে সংগঠনটির শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হয়। কিন্তু জাওয়াহিরি বলেছেন, তারা ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে জিহাদ শুরু করতে চান। আল-কায়েদার নতুন এই শাখা একদিনে তৈরি হয়নি বলে উল্লেখ করেছেন জাওয়াহিরি। তিনি বলেছেন, প্রায় দুই বছর ধরে এই শাখার জন্য মুজাহিদিন সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ২০১১ সালের মে মাসে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানে ইন্তেকাল করলেও তার অনুসারীরা বিশ্বজুড়ে মুসলিমদের জন্য একটি খিলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদ অব্যাহত রেখেছেন। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়েদা তাদের কার্যক্রম আফ্রিকা, আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যে প্রসারিত করার চেষ্টা করে। আল-কায়েদার একটি শাখা হিসেবে ইসলামিক স্টেট ইরাক ও সিরিয়ায় বর্তমানে ব্যাপক ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আল-কায়েদা এবার ভারতীয় উপমহাদেশে যাত্রা শুরু করল। কাশ্মীর ও মিয়ানমারের মুসলিম অধ্যুষিত অঞ্চল দখল করাই হবে আল-কায়েদার প্রধান লক্ষ্য- এমনটিই বলেছেন জাওয়াহিরি।
No comments:
Post a Comment