আমাদের সিলেট ডটকম:
সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে অপহৃত হওয়ার পাঁচ দিন পর টাংগাইল থেকে এক স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টাংগাইল মীর্জপুর এলাকা থেকে টাংগাইল হাইওয়ে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে। এসময় অপহরণকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর সাংবাদিকদের জানান, গত ১ সেপ্টেম্বর সকালে উপজেলার কচুয়ার বহর গ্রামের সিএনজি চালক মোবারক আলীর শিশু পুত্র অনিক (১২) রাগ করে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ২সেপ্টেম্বর তার পিতা ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন। এর সূত্র ধরে পুলিশ সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
তিনি জানান, অনিক রাগ করে বাড়ি থেকে বের হয়ে প্রথমে সে ঢাকায় যায়। ঢাকা থেকেই অপহরকদের খপ্পড়ে পড়ে অনিক। অপহরকচক্র বিভিন্ন সময় মোবাইল ফোনে তার পিতার কাছ থেকে টাকাও হাতিয়ে নিয়েছে বলেও জানান তিনি।
পরে গত বুধবার অনিক অসুস্থ হয়ে পড়লে অপহরণকারীরা তাকে বগুড়া হাসপাতালে ভর্তি করে। সব শেষে শুক্রবার দুপুরে অপহরণকারীরা অনিককে নিয়ে ঢাকার পথে রওয়ানা হয়। পতিমধ্যে অনিক পস্রাব করার কথা বলে গাড়ী থেকে নেমে হাইওয়ে পুলিশের স্বরনাপন্ন হয়। এসময় অপহরকরা পালিয়ে যায়। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ অনিককে আনতে টাংগাইলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। অনিক স্থানিয় পিপিএম উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেনীতে অধ্যায়ন করছে।
ফেঞ্চুগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্র টাংগাইল থেকে উদ্ধার
Friday, September 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment