আমাদের সিলেট ডটকম:
সিলেটে ও মৌলভীবাজারে ৩ বিএনপি নেতাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সিলেট :
সিলেটে ছাত্রদল নেতা দায়ের করা মামলায় বৃহস্পতিবার বিকেলে মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আনোয়ারুল হকের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জুবের। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ছাত্রদল নেতা মাহবুব কাদির শাহীর ওপর হামলার প্রতিবাদে নগরীর মিরবক্সটুলা এলাকায় একটি মিছিল বের করে ছাত্রদল। এসময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ছাত্রদল নেতা ফয়েজ আহমদের দায়ের করা মামলায় আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবেরসহ ৩৬ জনকে আসামি করা হয়।
এদিকে জেলা প্রতিনিধি জানিয়েছেন, মৌলভীবাজারে মারামারির মামলায় বৃহস্পতিবার সকাল ১১টায় সিনিয়র জুডিসিয়াল ১নং আমলী আদালতে হাজিরা দিতে গিয়ে পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক আব্দুর রহিম রিপন ও ফাহিম খানকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্টেট শামছুদ্দিন আহমদ তাদের জামিন না মঞ্জুর করেন।
জানা গেছে, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তোফায়েল আহমদকে শহরের পশ্চিমবাজার এলাকায় মারধোরের ঘটনায় তিনি নিজে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
No comments:
Post a Comment