মহানগর বিএনপির বিৰোভ মিছিল- ‘শমশের মুবিনকে নিয়ে কুর্বচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার না হলে সিলেটবাসী দাঁতভাঙ্গা জবাব দেবে’

Monday, September 1, 2014

আমাদের সিলেট ডটকম:

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী বীরবিক্রমকে নিয়ে কুর্বচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সোমবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বিৰোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি এমএ হক বলেন, শমশের মুবিন চৌধুরী ছিলেন একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, যিনি যুদ্ধ করতে গিয়ে আজও পঙ্গুত্ব বরণ করেন। অথচ এ সমস্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে যখন শেখ হাসিনা কুর্বচিপূর্ণ বক্তব্য রাখেন, তখন তাদের বক্তব্য থেকেই স্পষ্ট হয়, এদেশের মুক্তিযুদ্ধ তাদের সক্রিয়ভাবে কোন অবদান ছিল না। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সম্পর্কে প্রধানমন্ত্রীর কুর্বচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার না হলে সিলেটবাসী এর দাঁতভাঙ্গা জবাব দেবে।

সভায় মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বকত সাদেকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম জালালী পংকী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহীন, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমদ মাসুক, বিএনপি নেতা এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, আব্দুর রহিম, আবুল হোসেন, মুফাত বদর্বন নুর শায়েক, ললিৱক আহমদ চৌধুরী, মির্জা বেলায়েত আহমদ লিটন, সুরমান আলী, ইউনুস মিয়া, সুলেমান হোসেন, ডা. আশরাফ আলী, আশরাফ গাজী, আফজাল হোসেন, সৈয়দ বাবুল আহমদ, আলাউদ্দিন বাদশা, আব্দুল মন্নান, শামীম মজুমদার, আব্দুজ জব্বার তুতু, আশরাফ উদ্দিন, আমির হোসেন, খছর্বজ্জামান, লায়েছ আহমদ, শেখ কবির আহমদ, হুমায়ূন আহমদ, শাহজাহান হোসেন বুলবুল, আব্দুশ শুক্কুর, জাকির হোসেন মজুমদার, র্বহুল কুদ্দুছ চৌধুরী হামজা, আলকাছ মিয়া, শেখ ইলিয়াস আলী, সেলিম উদ্দিন, মুকুল মুর্শেদ, কয়েস আহমদ সাগর, পিয়ার উদ্দিন পিয়ার, মোতাহির আলী মাখন, সিরাজ খান, তাহের আহমদ, আব্দুজ জব্বার মতই, জাকির হোসেন পীর, রাজিব কুমার দে রাজু, ফিরোজ আহমদ, ফাতেমা জামান র্বজী, সাফিয়া খাতুন মিন, শাহনাজ বেগম মুন্না, রাহেলা জেরিন কানন, চান মিয়া, জাকির হোসেন, ছাত্রদল নেতা লোকমান তালুকদার, সোহেল আরেফিন, রশিদুল হাসান খালেদ, কবির উদ্দিন, বেলায়েত হোসেন মোহন, মির্জা জাহেদ, সোহেল মাহমুদ, আমিনুল ইসলাম, আবুল হানিফ, মার্বফ হোসেন, নজর্বল ইসলাম, রহিম আলী রাসু, মির্জা সম্রাট, জাহেদ আহমদ, উমেদুর রহমান উমেদ, রেজাউল কবির রাজিব, পারভেজ খান জুয়েল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক শামীম, আখতার হোসেন বির্ব, লুৎফুর রহমান, মতিউর রহমান আফজল, সবুজ আহমদ, শামীম আহমদ চৌধুরী, আব্দুল হাসিব, সিরাজ পান্না, মাহবুব আহমদ চৌধুরী, কর্বণাময় সিংহ, হুমায়ূন আহমদ, রাসেল আহমদ, লিপসন আহমদ, চান মিয়া, হাবিবুল বাশার, রাশেদুর রহমান, আফজল হোসেন, তারেক চৌধুরী, ময়নুল ইসলাম প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License