মাদকাসক্ত ছাত্রলীগ ক্যাডার পীযুষ ওসমানী হাসপাতালে ভর্তি

Tuesday, September 2, 2014

আমাদের সিলেট ডটকম:

কারাগারে আটক থাকা অবস্থায় মাদক সেবন করতে না পারায় অসুস্থ হয়ে পড়েছেন দুর্ধর্ষ ছাত্রলীগ ক্যাডার ও সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পীযুষ কান্তি দে। এ কারণে তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসাইন ও কারা চিকিৎসক মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, পীযুষ মাদকাসক্ত। কারাগারে থাকা অবস্থায় মাদক গ্রহণ করতে না পারায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে মঙ্গলবার দুপুরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। ওসমানী হাসপাতালের ৪র্থ তলা ১৩ নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।

এদিকে, ছাত্রলীগ ক্যাডার পীযুষকে হোটেল ইস্ট এন্ড এর মালিকের দায়ের করা চাঁদাবাজি মামলা ছাড়াও তালতলায় সংঘটিত একটি ছিনতাই মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক মিজানুর রহমান জানান, আদালত থেকে কারাগারে প্রেরণ করা পিযুষকান্তি দে জানিয়েছেন, ওয়ান ইলেভেনের সময় একবার তিনি র‌্যাবের হাতে আটক হন। তখন খুব বেশি নির্যাতন করে র‌্যাব। এরপর থেকে তিনি ঢাকায় এ্যাপলো হাসপাতালের সেবা নিচ্ছেন। গত রোববার রাতে পুলিশের হাতে আটক হওয়ার পর থেকে তার শরীরে প্রচন্ড ব্যাথা করছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া তার মাঝে মাদকাসক্তের লক্ষণ ধরা পড়েছে। এর জন্য সিভিল সার্জনের সাথে কথা বলে তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সিনিয়র জেল সুপার কামাল হোসাইন জানিয়েছেন, কারা চিকিৎসক পিযুষ কান্তি দে একজন মাদকাসক্ত বলে জানিয়েছেন। একই সাথে তাকে বাইরে চিকিৎসা দেয়া প্রয়োজন বলে সুপারিশ করেছেন। ফলে সকল প্রকার আইনী প্রক্রিয়া শেষেই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ছাত্রলীগ ক্যাডার পীযুষ কান্তি দে কে হোটেল ইস্ট এন্ড এর মালিকের দায়ের করা মামলা ছাড়াও আরো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম আটক পীযুষ কান্তি দেকে আদালতে চালান দেয়ার সময় নগরীর মির্জাজাঙ্গাল এর বাসিন্দা রবীন্দ্র নাথ সরকারের স্ত্রীর কাছে দেড় লাখ টাকা ছিনতাইর মামলায় পীযুষকে আটক দেখিয়ে আদালেতে হাজির করেন। এছাড়া তাকে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন জানান। তবে, পীযুষ অসুস্থ হয়ে পড়ায় রিমান্ড আবেদনের শুনানী হয়নি।

উল্লেখ্য, গত রোববার রাত সোয়া ১০টার দিকে নগরীর তালতলাস্থ হোটেল ইস্ট এন্ড থেকে পীযুষ কান্তি দে’কে গ্রেফতার করে কতোয়ালী থানা পুলিশ। ওসি মনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধ চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License