আমাদের সিলেট ডটকম:
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ ক্ষমতার মোহে আওয়ামী বাকশালীরা অন্ধ হয়ে গেছে। তারা দেশকে সন্ত্রাস ও নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আওয়ামীলীগ রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে গণমানুষের সংগঠন জামায়াতকে নিশ্চিহ্ন করতে একের পর এক ষড়যন্ত্র করছে। বাকশালী ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বরিশাল মহানগরীর আমীর এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সহ বরিশাল নগর জামায়াতের নিরীহ নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করেছে। আওয়ামী বাকশালী সরকারের পতনের দাবীতে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ হয়েছে দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। গ্রেফতার নির্যাতন ও অপপ্রচার চালিয়ে আওয়ামীলীগের পতন ঠেকানো যাবে না। অবিলম্বে বরিশাল মহানগর আমীর সহ জামায়াতের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
শনিবার জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল মহানগর আমীর সহ নিরীহ নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নগরীর সোবহানীঘাট ও পাঠানটুলা সহ বিভিন্ন স’ানে অনুষ্ঠিত পৃথক মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপসি’ত ছিলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা এডভোকেট জিয়াউদ্দিন নাদের, এডভোকেট আব্দুর রব, মাওলানা মুফতি আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, আব্দুল্লাহ আল মুনিম, ক্বারী আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, হাফিজ মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মাহমুদুর রহমান দিলওয়ার ও ইসলামী ছাত্রশিবির মহানগর সেক্রেটারী মাসুক আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী অবৈধ সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। তাদের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র কোনটাই নিরাপদ নয়। তাই আওয়ামী অপশক্তির বির্বদ্ধে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বন্দুকের জোরে খুন-গুম ও গ্রেফতার-নির্যাতন চালিয়ে পৃথিবীর কোন স্বৈরাচার যেমন ক্ষমতায় টিকে থাকতে পারেনি আওয়ামীলীগও পারবে না ইনশাআল্লাহ।
সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ: গ্রেফতার নির্যাতন ও অপপ্রচার চালিয়ে বাকশালীদের পতন ঠেকানো যাবে না -সিলেট নগর জামায়াত
Saturday, September 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment