‘গরিব মানুষ স্বাভাবিক বুদ্ধির বিকাশ ঘটাতে জানেনা’

Thursday, September 4, 2014

আমাদের সিলেট ডটকম:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গরীব মানুষ স্বাভাবিক বুদ্ধির ব্যবহার ও বিকাশ ঘটাতে জানে না। দেশে শান্তি দরকার।শান্তি ছাড়া কোন উন্নয়ন কাজ হয় না। আগামী ৪ বছরের মধ্যে শেখ হাসিনার সরকার অবশ্যই সুখী সমৃদ্ধ দেশ উপহার দেবে।

বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সব দলকে নিয়ে একটি সরকার গঠন করতে চেয়েছিলেন। কিন্তু বিএনপি’র দুর্ভাগ্য, তারা গত নির্বাচনে অংশগ্রহণ করেনি। শেখ হাসিনার সরকারের আমলেই দারিদ্রতা ও বেকারত্ব দূর করা সম্ভব হচ্ছে। বর্তমানে দারিদ্রতা আছে ২৬ শতাংশ। তা নেমে ১৫ শতাংশে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় বাজেট ছিল ৯৮ লাখ কোটি। গত বাজেট ছিল ২৫০ লাখ কোটি টাকার। ১৯৮২ সালে বাজেট ছিল সাড়ে ৫ হাজার কোটি। ২৮ বছরে আমাদের গ্রোথ হযেছে ৩ শতাংশ। আর শেখ হাসিনার ৫ বছরে হয়েছে সমপরিমাণ ৩ শতাংশ। তিনি বলেন, শিক্ষার বাজেট ৬ হাজার কোটি টাকা থেকে ২২ হাজার কোটি টাকা করা হয়েছে। বেলা ২টায় পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স’ টিটুর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, এমপি অ্যাডভোকেট মাহবুব আলী, এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, ব্যারিস্টার এনামুল করিম ইমন প্রমুখ। যুবলীগ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক চৌধুরী বলেছেন, রাজনীতি শুধু মিটিং মিছিল নয়, এতে ব্যবস্থাপনা থাকতে হবে। নেতাদেরকে ম্যানেজার হতে হবে। মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দেয়া যায়। উপদেশ দেয়া যায়। কিন্তু সমাধান দেয়া যায়না। অনেক নেতাই মঞ্চে বলেন আমরা যুবলীগকে নিয়ে বিব্রত। আমি বলি আপনাদের নিয়ে আমরা বিব্রত। কারণ আমি অন্যায় করলে একটি পরিবার ক্ষতিগ্রস্থ হবে। আর এমপি অন্যায় করলে পুরো এলাকা ক্ষতিগ্রস্থ হবে। মন্ত্রী করলে দেশ ক্ষতিগ্রস্থ হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License