আমাদের সিলেট ডটকম: শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো: তাজউদ্দিন পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ১৩১ তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে সিন্ডিকেটের ১৮৬ তম সভায় তার পিএইচডি ডিগ্রি অনুমোদিত হয় একই বিভাগের অধ্যাপক ড. আহমদ কবিরের তত্ত্বাবধানে সম্পাদিত গবেষনা কর্মের শিরোনাম ছিল “Some improved Aging measures and their application to the population of Bangladesh”.
প্রফেসর তাজ উদ্দিন ইতো:পূর্বে শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্সও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম-স্থান অর্জন করেন ২০০৪ সালে কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে এমএস সম্পন্ন করেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ২৭ টি গবেষনা কর্ম প্রকাশিত হয়েছে প্রফেসর ড. মো: তাজ উদ্দিন মৌলভী বাজার জেলার কুলাউড়া উপজেলার ভূকশিমইল গ্রামে জন্মগ্রহন করেন। তিনি মো: আব্দুল হারিছ ও কমলা বেগমের ৪র্থ সন্তান।তিনি ভবিষ্যতে তার গবেষনা কার্যক্রম চালিয়ে যেতে যান
No comments:
Post a Comment