নিজস্ব প্রতিবেদক : সিলেটের অগণিত ভক্ত-অনুরাগী আর স্বজন-শিষ্যদের অশ্রুসিক্ত শ্রদ্ধায় একুশে পদকপ্রাপ্ত সংগীতগুরু রামকানাই দাস শেষবিদায় গ্রহণ করলেন। বাংলাদেশের সংস্কৃতি জগতের অন্যতম এই প্রাণপুরুষ শেষশয্যা নেবেন নিজের গ্রাম সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়ায়। ইতোমধ্যে শববাহী হিমশীতল যানটি সেই গন্তব্যে রওয়ানা হয়ে গেছে।
ওস্তাদ রামকানাই দাস শুক্রবার ৫ সেপ্টেম্বর রাতে ১০টা ৫৫ মিনিটে ঢাকায় মেট্রোপলিটন হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল সোয়া ৭টার দিকে মরদেহ সিলেট পৌঁছে। প্রিয় মহানগরীতে পৌঁছার পর মরদেহটি সরাসরি নিয়ে যাওয়া হয় করেরপাড়া এলাকায় তার অমলিন স্মৃতি বিজড়িত নিজের বাসায়। সেখান থেকে সকাল সাড়ে ১০টায় নেয়া হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে বেশ আগে থেকেই জনতার ঢল নেমেছিল।
অগণিত ভক্ত-অনুরাগী আর স্বজন-শিষ্যদের অশ্রুসিক্ত শ্রদ্ধায় একুশে পদকপ্রাপ্ত সংগীতগুরু রামকানাই দাসের শেষ বিদায়
Saturday, September 6, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment