আমাদের সিলেট ডটকম:
আবারও জীবন খেঁকো ঢাকা-সিলেট মহাসড়ক কেড়ে নিলো ৫ তরতাজা প্রাণ। এ মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার ধুলিয়াখাল নামক স্থানে বাস ও মাইক্রোবাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং অন্ততো ১২ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ মর্মান্তিক গাড়ি দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ থেকে সিলেট উদ্দেশ্যে যাত্রা করা একটি বাসের সাথে হবিগঞ্জগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে একজন মহিলাসহ ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট ও বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনা শেষে মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে এবং প্রায় ঘণ্টাখানেক সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত হবিগঞ্জ সদর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
জীবনখেঁকো মহাসড়ক কেড়ে নিলো আরো ৫ তাজা প্রাণ
Friday, September 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment