আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চল থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদমঙ্গলবার গভীর রাতে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ বিষয়ে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি আজিজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অস্ত্র ও বিস্কোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে- চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ইকবাল হোসেনকে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার মোসাব্বির রহমান সাংবাদিকদের জানান, নিয়মিত টহলের অংশ হিসেবেই সাতছড়িতে অভিযান পরিচালনা করা হয়। এটি র্যাবের একটি চলমান প্রক্রিয়া।
তিনি জানান- প্রতিদিনই র্যাব সদস্যরা সাতছড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। নির্দিষ্ট সময় নয়, যখন তল্লাশি ও টহলের প্রয়োজন মনে করা হয়, তখনই র্যাব সদস্যরা সাতছড়িতে তল্লাশি চালায়।
উলেৱখ্য, ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সাতছড়ির জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে ৯টি এএমজি, একটি এসএমসি, একটি ব্যাটাগান, একটি ৭.৬২ মি. মিটার অটো রাইফেল, ছয়টি এসএলআর, দু’টি এলএমজি, একটি স্নাইফার টেলিস্কোপ সাইড এবং দুই হাজার চারশ’ গোলাবারুদ উদ্ধার করে র্যাব। এর আগে গত ৩ জুন থেকে ৪ জুন পর্যন্ত র্যাবের একটি বিশেষ অভিযান দল সাতছড়ি জাতীয় উদ্যানের টিলা, বাঙ্কার (মাটির নিচের গর্ত) থেকে সর্বমোট ৭.৬২ মিলিমিটারের ৪টি মেশিনগান, মেশিনগানের ৫টি অতিরিক্ত ব্যারেল, ৪০ এমএম এর ২২২টি কামান বিধ্বংসী রকেট, রকেট লঞ্চারের ২৪৮টি চার্জার, ১টি রকেট লঞ্চার, ১২.৭ এমএম সাব মেশিনগানের ১ হাজার ২২২টি গুলি, ৭.৬ এমএম মেশিনগানের ১১ হাজার ৫৮০টি গুলি, ১৯টি ম্যাগজিন, ২টি বেল্ট, সমরাস্ত্র পরিষ্কারের তেল (ল্যান্ডসিড অয়েল আইএসও ভিসকো সিটি গ্রেড ৪৬), ১৬টি টিনের এবং ৪০০টা প্লাস্টিকের ক্যান, ১৮টি সমরাস্ত্র পরিষ্কারক ইকুইপমেন্ট উদ্ধার করা হয়।
No comments:
Post a Comment