আমাদের সিলেট ডটকম:
দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর বাইপাসের কাছে স্বামী স্ত্রী ছিনতাইর শিকার হয়েছেন। ছিনতাইয়ের শিকার রোজিনা বেগম (৪০) তার স্বামী শওকত আহমদ (৫০)।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।
জানা যায়, শনিবার সকাল ৭টায় রোজিনা বেগম স্বামী শওকত আহমদ সিএনজি দিয়ে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর থেকে নিজের বাড়ি বিয়ানীবাজারের আংগুরা মোহাম্মদপুর গ্রামে ফিরছিলেন। দক্ষিণ সুরমার শ্রীরামপুর বাইপাসের কাছে আসা মাত্র একটি মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী সিএনজিটির গতিরোধ করে। এসময় তারা ছুরি দেখিয়ে রোজিনার কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৩শ’ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে মোগলাবাজার থানায় যোগাযোগ করা হলে সাব-ইন্সপেক্টর কামর্বজ্জামান বলেন, বিষয়টি আমাদের জানা নেই।
দৰিণ সুরমার শ্রীরামপুরে ছিনতাইর শিকার স্বামী-স্ত্রী
Saturday, September 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment