আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিষ্টার ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৬ সেপ্টেম্বর এবং আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর।বৃহম্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড.নাজিয়া চৌধুরী এ তথ্য জানান। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর।
এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ও ‘বি’ এই দুই ইউনিটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা থেকে পাশকৃত শিক্ষার্থীরা ‘এ’ ইউনিটে এবং ‘বি’ ইউনিটে শুধু বিজ্ঞান শাখা থেকে পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এবারের মেধা তালিকার মোট নম্বরের মধ্যে ৮০% নম্বর আসবে ভর্তি পরীক্ষা থেকে এবং বাকী ২০% নম্বর আসবে এইচ.এস.সি/ সমমান ও এস.এস.সি/সমমান পরীক্ষার ফলাফল থেকে। মেধা তালিকায় অর্ন্তভুক্তির জন্য ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে।
বরাবরের মত শাবিপ্রবিতে এবারও ভর্তি পরীক্ষায় আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করার জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (ঝটঝঞ), এইচএসসি/সমমান পরীক্ষার বোর্ডের নাম, পরীক্ষার রোল নম্বর, পাশের সন, এবং এসএসসি/সমমান পরীক্ষার বোর্ডের নাম, রোল নম্বর, পাশের সন এবং সাব ইউনিট কি-ওয়ার্ড (অ১, ই১, ই২, ই৩, ই৪) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে চাইলে০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
No comments:
Post a Comment