‘জানুয়ারিতেই নতুন নির্বাচন, প্রস্তুতি নিন’ ‘জানুয়ারিতেই নতুন নির্বাচন, প্রস্তুতি নিন’

Friday, September 5, 2014

শীর্ষ নিউজ ডটকম, ঢাকা : আগামী জানুয়ারিতেই নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।


তিনি বলেছেন, ‘২০১৫ সালের জানুয়ারিতেই নতুন নির্বাচন হবে। আপনারা এর জন্য প্রস্তুতি নিন।’


শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল এ আলোচনা সভার আয়োজন করে।


বিএনপির এই নেতা আরো বলেন, শেখ মুজিব সেদিন জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছিলেন। কারণ সে সময় তিনি পাকিস্তানের নাগরিক ছিলেন। এটি আমিও শুনেছি।


আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে বিএনপির ঢাকা মহানগরীর আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, তারেক রহমান আগামী ৬০ বছর বিএনপির নেতৃত্বের ঘাটতি পূরণ করবেন। এটা আমরা না বুঝতে পারলেও আওয়ামী লীগ ঠিকই বুঝতে পেরেছে। তাই তার ওপর এতো অত্যাচার-নির্যাতন চলছে। তার ঢাকায় আসার সব পথ বন্ধ করে দিয়েছে সরকার।


বিএনপি ক্ষমতার লোভে আন্দোলন করছে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতার লোভে কখনো আন্দোলন করে না। বিএনপি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছে।


বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পৃথিবীতে বহু একনায়ক অত্যাচার করেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। সব অত্যাচারী শাসকদের একদিন পতন হয়েছিল তা ভুলে গেলে চলবে না।


অত্যাচার-জুলুম করে বিএনপির আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, অত্যাচার-জুলুম করে আমাদের আন্দোলন দমানো যাবে না। জেলে নিতে পারবেন কিন্তু বিএনপির আন্দোলন বন্ধ করতে পারবেন না।


আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ মুজিব জয় পাকিস্তান বলেছেন। তাতেও তাকে রাজাকার মনে হয়নি। কিন্তু আওয়ামী লীগের নেতারা যখন জিয়াকে নিয়ে কটাক্ষ করে, পাকিস্তানের চর বলে, তখন মনে হয় শেখ মুজিব রাজাকার ছিলেন।


শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার বাবা অনেক ভাল নেতা ছিলেন তাই তাকে দেবতা বানাবেন না। জনগণ তা মেনে নেবে না।


যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, যুবদলের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License