আমাদের সিলেট ডটকম:
চাঁদাবাজির অভিযোগে আটক মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পীযুষ কান্তির বিরুদ্ধে আরো দুটি চাঁদাবাজি মামলা হয়েছে। একটি মহানগর আদালতে এবং অপরটি কতোয়ালী থানায় দায়ের করা হয়।
অন্যদিকে গতকাল সাত দিনের রিমান্ডের আবেদনের শুনানী হওয়ার কথা থাকলেও মাদকাসক্তের কারনে হাসপাতালে ভর্তি থাকার কারনে শুনানী হয়নি। এনিয়ে ৪টি মামলা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা পীযুষের বিরুদ্ধে।
কতোয়ালী থানার ওসি মনিরুল ইসলাম জানান, শামীমাবাদ আবাসিক এলাকার ৩ নং রোডের ১নং বাসার বাসিন্দা সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। এতে প্রধান আসামী করা হয় পীযুষ কান্তিকে। অভিযোগ করা হয় পিযুষ বাদীর দোকানে গিয়ে চাঁদা দাবি করে। সিরাজুল ইসলামের দায়ের করা মামলা নং ৩ (০৩-০৯-১৪)।
অপরদিকে গতকাল মির্জাজাঙ্গাল স্বপ্নীল ৫৩ এর বাসিন্দা এনামুল হক বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে অপর মামলাটি করেন। মামলায় পীযুষ কান্তিকে প্রধান আসামী করে ৪ জনকে আসামী করা হয়। মামলায় বাসা দখলের অভিযোগ আনা হয়।
কতোয়ালী থানার ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল পিযুষের ৭ দিনের রিমান্ডে আবেদনের শুনানী ছিল। তবে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি।
উল্লেখ্য, গত রোববার রাতে নগরীর তালতলাস্থ হোটেল ইস্ট এন্ড থেকে চাঁদাবাজির অভিযোগে পিযুষ কান্তিকে গ্রেফতার করা হয়।
পীযুষের বিরুদ্ধে আরো দুটি মামলা রিমান্ডের শুনানী হয়নি
Wednesday, September 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment