কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার করছেন স্থানীয়রা \ শুক্র-শনিবার যান চলাচল বন্ধ

Thursday, September 4, 2014

আমাদের সিলেট ডটকম:

র্দীঘদিন ধরে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বেহাল অবস্থা থাকার পরও কর্তৃপক্ষের উদাসিনতায় রাস্তাটি মেরামত হয়নি। বিশেষ করে বিমান বন্দর সড়ক থেকে ধুপাগুল ও ছৈলা পর্যন্ত রাস্থার অবস্থা একেবারে নাজুক। সম্প্রতি ধোপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমবায় সমিতির পক্ষ থেকে প্রায় ৮ কিলোমিটার রাস্তা দ্বিতীয়বারের মতো সংস্কার করা হলেও বর্তমানে এ রাস্তাটি চলাচলে নাজুক হয়ে পড়েছে। তাছাড়া গত কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এ অবস্থায় তৃতীয়বারের মতো স্ব-উদ্যোগে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের একাংশ মেরামতে নেমেছেন ভুক্তভোগী স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সহযোগীতার আশ্বাসে ধুপাগুল পাথর ব্যবসায়ী সমিতি পুনরায় এ উদ্যোগ নিয়েছেন। এ কারণে তারা শুক্রবার ও শনিবার দু-দিন সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে সকল প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পাশাপাশি মাইকিং করে এলাকাবাসী ও গাড়ি চালকদেরকে বিষয়টি অবগত করছেন। সকল প্রকার গাড়ি চলচল বন্ধের জন্য ইতিমধ্যে সকল পরিবহণ মালিক শ্রমিকদের সাথে ধুপাগুল পাথর মালিকগ্রæপের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি হাজী নাসির উদ্দিন।

ধোপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আমীন এ বিষয়ে জানান, বিমানবন্দর থেকে ৮ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য আমরা তৃতীয়বারের মতো কাজ করার উদ্যোগ নিয়েছি। আর সংস্কারের সম্পূর্ণ ব্যয় আমরাই গ্রহণ করছি। আমাদেরকে সহযোগীতার আশ্বাস দিয়েছেন জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License