ধর্ষণের পর খুন: গোলাপগঞ্জের ৩ আসামীর মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল

Thursday, September 4, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটে এক শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগে তিন আসামিকে দেয়া মৃত্যুদন্ডের রায়ে বহাল রেখেছেন হাইকোর্ট। দুই আসামির আপিল খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি মো. আব্দুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের আদালত এই রায় দেন। রায়ে তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশে অনুমোদন দেয়া হয়। এই তিন আসামি হলেন- সাদ আহমেদ, রুহুল আমিন ও আতিক। এদের মধ্যে সাদ ও রুহুল কারাগারে রয়েছেন।মামলার নথিতে দেখা যায়, ২০০৬ সালের ২৮ নভেম্বর সিলেটের গোলাপগঞ্জের নলুয়া হাওড় এলাকার একটি কাশবনে ১২-১৩ বছরের একটি মেয়ের লাশ পাওয়া যায়। পরিচয় জানতে না পারায় আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফন করে। গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক তাপস কুমার ওই ঘটনায় একটি মামলা দায়ের করেন। পরে তদন্তে মেয়েটির পরিচয় উদ্ধারের পাশাপাশি তিন আসামিকে চিহ্নিত করে পুলিশ। তদন্তে দেখা যায়, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে কাশবনে লাশ ফেলে গিয়েছিল আসামিরা। আসামিদের মধ্যে সাদ ও রুহুলকে ২০০৭ সালে গ্রেফতার করা হয়। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। ওই বছরই সাদ ও রুহুলের সঙ্গে আতিকের বিরুদ্ধে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেয়া হয়। পরে মামলাটি নিয়ে যাওয়া হয় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে। ২০০৯ সালের সেখানে তিন আসামির ফাঁসির আদেশ হয়। মৃত্যুদন্ডাদেশের অনুমতির জন্য মামলাটি হাই কোর্টে এলে কারাগারে থাকা দুই আসামি আপিল করেন। উভয় আবেদনের শুনানির পর হাই কোর্ট বৃহস্পতিবার রায় দেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License