আমাদের সিলেট ডটকম:
ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) মালিক-চালকদের সাথে রবিবার রাত ৯টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর এক বৈঠক অনুষ্ঠিত হয়। ইজিবাইক মালিক ও চালকদের সাথে বৈঠককালে আরিফুল হক চৌধুরী বলেন, আগামী ৬ মাসের মধ্যে নগরী থেকে টমটম পুরোপুরি তুলে দেয়া হবেতবে এই সময়ের মধ্যে সীমিত আকারে নগরীতে টমটম চলার ব্যাপারে সাধ্যমতো ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
উলেৱখ্য, গত রমজানে সিলেট নগরীর ভেতর টমটম চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে মহানগর পুলিশ। ওই সময় থেকে নগরীর ব্যস-তম এলাকায় টমটম চলাচল নিষিদ্ধ করা হয়। এরই পরিপ্রেৰিতে রবিবার তারা মেয়রের সাথে বৈঠক করেন। এসময় মেয়র বলেন, টমটম আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। কয়েক দিনের মধ্যে পুলিশ প্রশাসনের সাথে এ বিষয়ে আলোচনায় বসবেন বলে জানান।
আগামী ৬ মাসে নগরী থেকে টমটম পুরোপুরি তুলে দেয়া হবে -সিসিক মেয়র
Sunday, August 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment