আমাদের সিলেট ডটকম:
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর কাজলশাহ এলাকার লালাদিঘীর পাড়ের কলকাকলী-১১ নং বাসায় এক ব্যবসায়ী আক্তার হোসেন স্ত্রী শাহনাজ জামানের (৩২) রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে লামাবাজার ফাঁড়ি পুলিশ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে শাহনাজ জামান তার দরজা বন্ধ করে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। তার স্বামী ব্যবসার কাজে তখনও বাসার বাইরে ছিলেন। রাত আনুমানিক একটার দিকে বাসার অন্যরা ডাকাডাকি করে শাহনাজের কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে লামাবাজার ফাঁড়ির এসআই আব্দুস সাত্তার ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা থেকে শাহনাজের লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
সিলেট নগরীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
Wednesday, September 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment