আমাদের সিলেট ডটকম:
দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত মহানগরী সিলেটে প্রথমবারের মতো বিশ্ব ব্যাংক অর্থায়ন করতে যাচ্ছে। শুক্রবার দুপুর ১২টায় নগরীর একটি হোটেলে মাধ্যম লিমিটেড এবং অক্সফাম বাংলাদেশ আয়োজিত সমন্বিত নাগরিক সেবা ও নগর নিরাপত্তা গণমাধ্যমের দায়িত্ব বিষয়ক এক কর্মশালায় এ তথ্য প্রকাশ করলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি আরও বলেন, বিশ্ব ব্যাংকের ওই অর্থায়ন দিয়ে ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি ও নগরীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর জন্য একটি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ করা হবে। স্টেশন নির্মানের জন্য বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের পাশে জেলের জায়াগা নির্ধারণ করা হয়েছে। ইত্যেমধ্যে অর্থমন্ত্রীর কাছে লিখিত একটি প্রস্তাবও দেয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিসিক মেয়র পরিশেষে বলেন, একা কোনো ব্যক্তির পৰে একটি নগরী গোছানো যায় না। নগরীকে সুন্দরভাবে রাখতে হলে নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।
সিলেটে প্রথমবারের মতো অর্থায়ন করতে যাচ্ছে বিশ্ব ব্যাংক
Friday, September 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment