ফেঞ্চুগঞ্জে ৪ ছিনতাইকারী জনতার হাতে আটক

Monday, September 1, 2014

আমাদের সিলেট ডটকম:

এক পেশাদার চিত্রগ্রাহকের অত্যাধুনিক ক্যামেরা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময়র ফেঞ্চুগঞ্জে জনতার সহায়তায় পুলিশের হাতে আটক হয়েছে গ্রাহকবেশী ৪ ছিনতাইকারী।

সোমবার সকালে উপজেলার আশিঘর এলাকায় তাদেরকে আটক করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায় সিলেট শহরের ৬ যুবক মাধবকুন্ডে ভ্রমনকালে চিত্র ধারনের জন্য মহানগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়াল্ড শপিং সিটির নিচ তলায় অবস্থিত ফরহাদ ওয়েডিং ফটোগ্রাফি স্টুডিওর চিত্রগ্রাহক মো. ফরহাদ চৌধুরীকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার সকালে সিলেট শহর থেকে মাধবকুন্ডের উদ্দেশে মাইক্রোযোগে রওয়ানা দেয়। ফেঞ্চুগঞ্জের ক্রাইমজোন খ্যাত মাইজগাঁও-ভাটেরা সড়কের কালাকাটি নামক স্থানে পৌছালে গ্রাহকবেশী ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী চিত্রগ্রাহক ফরহাদ চৌধুরীকে অস্ত্রের মুখে মাইক্রো থেকে নামিয়ে দিয়ে তার সঙ্গে থাকা তিন লক্ষাধিক টাকা মূল্যের অত্যাধুনিক দুটি ক্যমেরা রক্ষিত ব্যাগ নিয়ে গাড়ী যোগে পালিয়ে যেতে থাকে। ফরহাদ চৌধুরী গাড়ী থেকে নেমে চিৎকার শুরু করলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটো রিক্সার যাত্রীরা ফরহাদ চৌধুরীকে সঙ্গে নিয়ে ঐ মাইক্রোটির পেছনে ধাওয়া করে। সিএনজি অটো রিক্সার যাত্রীরা এ সময় মোবাইল ফোনে ছিনতাইয়ের ঘটনাটি জানালে এলাকার লোকজন ছিনতাইকারীদের মাইক্রোকে ধাওয়া করে আশিঘর এলাকায় গ্রামবাসীর সহায়তায় ছিনতাইকারীদের ক্যামেরাসহ আটক করতে সক্ষম হন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর রোষানলে পড়ে ছিনতাইকারীরা গণ পিটুনীর শিকার হয়।

এলাকাবাসী ৪ জনকে আটক করতে পারলেও ছিনতাইয়ের কাজে জড়িত ২ যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ৪ জনকে এলাকাবাসী পুলিশের হাতে সোপর্দ করেছেন।

আটককৃতরা হল- দক্ষিণ সুরমা থানার জৈনপুর ফকিরপাড়া গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মো. উজ্জল আহমেদ (২০) ও আব্দুল খালিক এর ছেলে মেছবাহ উদ্দিন (২২), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাহানগর গ্রামের আব্দুস শহিদের ছেলে, বর্তমানে দক্ষিণ সুরমার জৈনপুরের বাসিন্দা আবুল কালাম (২০) ও গাড়ীর চালক, সুনামগঞ্জ সদর থানাধীন বড়মাত্তর গ্রামের মৃত ওয়াকির মিয়ার ছেলে, বর্তমানে সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডের বাসিন্দা মো. শাহজাহান মিয়া (২৮)।

এ ঘটনায় চিত্রগ্রাহক ফরহাদ চৌধুরী বাদি হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইন-চার্জ নন্দন কান্তি ধর জানান, জনতার হাতে আহত আটককৃতদের প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা (নং ১/৯-১৪) দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামী একরামকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । ছিনতাই ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License