আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের সাতছড়ির পাহাড় থেকে আবারও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার দ্বিতীয় দফায় অভিযানে গভীর বন থেকে দু’টি গর্ত খুড়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখানে পাহাড়ে আরও বাংকার, অস্ত্র এবং গোলাবারুদ মজুদ থাকতে পারে বলে ধারণা করছে র্যাব। উদ্ধারকৃত এসব অস্ত্রের সবগুলোই সচল রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পে এ ব্যাপারে একটি প্রেস ব্রিফিংয়ে র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ জানান, গত জুন থেকে শুরু হওয়া সাতছড়ি অভিযানে র্যাব প্রায় ১২ হাজার বিভিন্ন ধরণের অস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছেন। এছাড়া মেশিনগান, রকেট লঞ্চার, রকেট লঞ্চারেরর গোলা, রকেট লঞ্চারের চার্জারসহ বিভিন্ন রকম অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান একটি চলমান অভিযান। এটি সবসময় চলছে। গত ২৯ আগস্ট থেকে র্যাব পূণরায় এখানে অভিযানে নামে। টানা অভিযান চলাকালে আজকের (মঙ্গলবার) এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি এসএমজি, ১টি এসএমসি, ১টি বেটাগান, ১টি ৭.৬২ মিলিমিটারের অটো রাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্নাইপার টেলিস্কোপ সাইড এবং ২ হাজার ৪শ’। এ অভিযান এখনও চলমান আছে। তা অব্যাহত থাকবে। এ অস্ত্র উদ্ধারের ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। তার পরই জানা যাবে এগুলোর উৎস। অভিযানকালে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অস্ত্রগুলো প্যাকেট করে কন্টেইনারে ভরা ছিল। কন্টেইনারসহ এগুলো গর্তে রাখা ছিল। তাই সেগুলো ভাল রয়েছে। এগুলো আগের অভিযান স’ল থেকে অনেক ভেতরে পাহাড়ে দু’টি গর্তে রাখা ছিল।
প্রকাশ, দীর্ঘদিন ধরেই র্যাব গোয়েন্দা নজরদারিতে রাখার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত পহেলা জুন ৩ জুন উদ্যানের প্রধান সড়ক থেকে প্রায় মাত্র এক কিলোমিটার দূরে প্রথমে একটি পাহারে ৩টি বাংকারের সন্ধান পায় র্যাব। এর পর আরও দু’টি বাংকারের সন্ধান পায়। পরবর্তীতে আরও দু’টি বাংকারের সন্ধান মিলে। প্রথম দিনে ট্যাংক বিধ্বংসী রকেট গোলাসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়। এদিন দুপুরে র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান সাতছড়িতে এক সংবাদ সম্মেলনে জানান, তদনে-র পরই সব প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। তবে অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে উদ্ধারকৃত অস্ত্র উপস’াপন করা হয়। এগুলোর মধ্যে ছিল এসব ২২২টি কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ৪টি ৭ দশমিক ৬ মিলিমিটার মেশিনগান, ৫টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, ১২ দশমিক ৭ মিলিমিটারের ১৩শ’ ৭৬ রাউন্ড বুলেট, ৭ দশমিক ৬ মিলিমিটারের ১২ হাজার ৩০০ রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ। ৪ জুনও আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। এগুলোর মধ্যে ছিল ৭টি বাংকার থেকে অভিযানের দ্বিতীয় দিন গতকাল বুধবার আরও অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৭.৬২ মেশিনগান ৪টি, মেশিনগানের গুলির ব্যারেল ৫টি ও ১২ হাজার ৯শ’ ৮৭টি গুলি, রকেট লাঞ্চার ১টি, ৪০ মিলিমিটার রকেট গোলা ২২২টি, রকেট চার্জার (যা দিয়ে ফায়ার করা হয়) ২৪৮টি। র্যাবের ধারণা পাহাড়ে আরও বাংকার কিংবা গর্তে আরও অস্ত্র গোলাবারুদ থাকতে পারে। টানা ১৯ দিন অভিযানের পর ১৯ জুন রাতে অভিযান স’ল থেকে র্যাব সদস্যরা চলে যান। তখন তারা জানিয়েছিলেন, অভিযান স’গিত করা হয়েছে।কিন্তু ২৯ আগস্ট পূণরায় র্যাব সদস্যরা সেখানে অভিযানে নামেন। অভিযানের শুরুতে স’ানীয় সাংবাদিকরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে যোগাযোগ করলে তারা এ ব্যাপারে কোন তথ্য দেননি।
২৯ আগস্ট থেকে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনার্বঘটা উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।
এ ব্যাপারে র্যাবের মিডিয়া উইংয়ের উপ পরিচালক রুম্মান মাহমুদ বলেন, আগেও এই এলাকা থেকে রকেট লাঞ্চারসহ বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-এর শ্রীমঙ্গল ক্যাম্প। এবারের অভিযানেও এলএমজি, এসএমজিসহ বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এখনো পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে। তবে কত সংখ্যক অস্ত্র পাওয়া গেছে তার গণনা চলছে। বাকি অস্ত্রগুলোর নাম, কারা, কোন কাজে এগুলো ব্যবহার করতো তা নিয়ে যাচাই বাছাই চলছে।
অভিযান শেষে র্যাব -৯ মৌলভীবাজার শ্রীমঙ্গল ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে র্যাব সূত্র জানায়।
সাতছড়ি উদ্যানে ফের অভিযান, অস্ত্র গোলাবারুদ উদ্ধার
Tuesday, September 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment