আমাদের সিলেট ডেস্ক: আর্জেন্টিনায় বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। এর উরুর একটি হাড়ের দৈর্ঘ থেকে হিসাব করে বের করা হয়েছে, ডাইনোসরটির উচ্চতা ছিল ৬৫ ফুট, যা প্রায় ছয়তলা ভবনের সমান।
পৃথিবীর বুকে হেঁটে বেড়িয়েছে এমন প্রাণির মধ্যে আর্জেন্টিনায় আবিষ্কৃত ডাইনোসরটি সব দিক থেকে বৃহৎ। এর দৈর্ঘ ছিল প্রায় ৪০ মিটার অর্থাৎ ১৩০ ফুট, যা প্রায় ট্রেনের দুইটি বগির সমান। এত বড় প্রাণি নিশ্চয় বহাল তরিয়তে পৃথিবীটাকে শাসন করেছে!
আর্জেন্টিনায় এ ধরনের ডাইনোসরকে বলা হয় আর্জেন্টিনোসোরাস। এর ওজন প্রায় ৭৭টন, যা ১৪টি আফ্রিকান হাতির সমান। এর আগে পাওয়া এ প্রজাতির ডাইনোসরের সর্বোচ্চ ওজন ছিল ৭০ টন।
বিজ্ঞানীদের ধারণা, আর্জেন্টিনোসোরাস টাইটানোসারের নতুন প্রজাতি।
প্যাটাগোনিয়া মরুভূমির লা ফ্লেঞ্চা নামক স্থানের একটি খামার এলাকা থেকে ডাইনোসরটির জীবাশ্ম খুঁজে পায় যায়। খামারের কর্মীরা মাটি খোঁড়ার সময় আচমকা এ জীবাশ্ম দেখতে পান। পরে আর্জেন্টিনার একদল জীবাশ্মবিদ তা উদ্ধার করে সংরক্ষণ করেন।
একই জায়গা থেকে জীবাশ্মবিদরা সাতটি ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার করে। সেখানে ১৫০টির মতো হাড় ছিল।
ছয়তলা ভবনের সমান ডাইনোসর!
Saturday, May 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment