আমাদের সিলেট ডটকম:
আখালিয়া বিজিবি মাঠে তাঁত শিল্প ও বস্ত্র মেলায় লটারীর নামে জুয়া বন্ধের দাবীতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা, সিলেট জেলা ব্যবসায়ী সমিতি, ইসলাম ও সমাজ বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে
বৃহস্পতিবার বেলা ২টায় সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে জাতীয় ইমাম সমিতি সহ আরো কয়েকটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে বার বার স্মারকলিপি প্রদান করা হলেও লটারী বন্ধের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আজ শুক্রবার বেলা ২টার মধ্যে জুয়া নামের লটারী বন্ধ করা না হলে, পরবর্তী আন্দোলনে জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর, সিলেট জেলা ব্যবসায়ী সংগঠন সহ সিলেটবাসী ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে রাস্তা অবরোধ সহ আরো কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। এর দায়ভার প্রশাসনকে বহন করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ মখন মিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক নজমুল হোসেন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সেক্রেটারী সিরাজুল ইসলাম, ইমাম সমিতি’র ৮নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, খেলাফত মজলিস’র ৫নং টুলটিকর ইউনিয়ন সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাশ্মিরী, খরাদিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক, ইসলাম ও সমাজ বিরোধী কমিটির সভাপতি শেখ শামীম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন, আখালিয়া নবাবী মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৈমুর রাজা, সহ-সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক সুয়েব খান, অর্থ সম্পাদক এনাম আহমদ, সদস্য শামীম আহমদ, এহিয়া আহমদ, মারুফ আহমদ, বিশিষ্ট মুরুব্বি সাদ মিয়া, সাদ উদ্দিন, মাওলানা মইন উদ্দিন, আব্দুর রাজ্জাক রাজন, খালেদ আহমদ, সজল আহমদ, রিয়াজ আহমদ, কয়েস আহমদ, রূপা মিয়া, রোকন মিয়া সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি : আজ শুক্রবার জুম’আর আগে লটারী বন্ধের আল্টিমেটাম
Thursday, May 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment