আমাদের সিলেট ডটকম:
সিলেটের মেজরটিলায় অপহৃত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ২ দিন পর নগরীর শিবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোররাতে পুলিশ লামাপাড়া মোহনী আবাসিক এলাকার বাদশা মিয়ার বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অপহরকের পিতা-ভাইসহ ৩ জনকে গ্রেফতার করে। উদ্ধার হওয়া স্কুল ছাত্রীর নাম- ফাতেমা বেগম মনা (১৪)। সে শাহপরান থানার মেজরটিলা সৈয়দপুর বড়বাড়ীর দুলাল মিয়া কন্যা।
গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর রায়নগর রাজবাড়ির হাছান মিয়ার পুত্র ও অপহরক শাহিন মিয়ার বড় ভাই শাহেদ মিয়া (২২) তার পিতা হাছান মিয়া (৪৫) ও নগরীর লামাপাড়া মোহনী আবাসিক এলাকার বাসার কালা মিয়ার পুত্র বাদশা মিয়া (৩৪)। এ ঘটনায় উদ্ধার হওয়া ফাতেমার মা রাজনা বেগম বাদি হয়ে অপহরক শাহিন মিয়া (২০), কালা মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে শাহপরান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।নং-১০(১৪-০০৫-১৪)। গতকাল পুলিশ উদ্ধার হওয়া স্কুল ছাত্রী ও গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে। পরে আদালত ভিকটিম ফাতেমাকে বাগবাড়ী নিরাপদ হেফাজতে ও ধৃত ৩ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ফাতেমা বেগম মনা স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময় বখাটে শাহীন মিয়া তাকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ফাতেমা তার পরিবারকে জানায়। পরে তার পরিবার বখাটে শাহীনের পিতা ও ভাইর কাছে বিচার-প্রার্থী হন। এতে আসামীরা তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে ফাতেমাকে অপহরণসহ হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। গত ১২ মে স্কুল ছুটি হলে ফাতেমা বিকেল ৩ টার দিকে তার বাসার সামনে পৌঁছামাত্র বখাটে শাহীনসহ অপর সহযোগীরা তাকে জোরপূর্বক সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করে লামাপাড়া বাদশা মিয়ার বাসায় নিয়ে যায়। এ সময় তার শোর-চিৎকারে ফাতেমার বাসার লোকজন এগিয়ে আসলে তারা তাদেরকে আটক করতে ব্যর্থ হন। পরে ফাতেমার পরিবার বিষয়টি শাহপরান থানা পুলিশকে অবগত করেন। পুলিশ গোপনে জানতে পারে শাহীন মিয়া ফাতেমাকে নিয়ে লামাপাড়া বাদশা মিয়ার বাসায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোররাতে সেখানে অভিযান চালিয়ে উল্লেখিত ৩ জনকে গ্রেফতার করে এবং স্কুল ছাত্রী ফাতেমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরক শাহীন মিয়া পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ফজলে মাসুদ জানান, গতকাল ভোররাতে লামাপাড়া মোহনী এলাকার একটি বাসা থেকে স্কুল ছাত্রী ফাতেমাকে উদ্ধার ও এ ঘটনার সাড়ে জড়িত বাদশা মিয়া, হাছান মিয়া ও তার ছেলে শাহেদ মিয়াকে গ্রেফতার করা হলেও অপহরক শাহীন পালিয়ে যায়। গতকাল ভিকটিম ফাতেমাকে আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে ও গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। অপহরক শাহীন মিয়া গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
সিলেটের মেজরটিলায় অপহৃত স্কুল ছাত্রী ২ দিন পর শিবগঞ্জ থেকে উদ্ধার অপহরকের পিতা-ভাইসহ ৩ জন গ্রেফতার
Wednesday, May 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment