আমাদের সিলেট ডটকম:
রোগীকে যৌন নিপিড়নকারী বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারস্থ নোভা ডায়াগনস্টিক সেন্টারে ল্যাবের চিকৎসক ডা. জোবায়ের আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে জামিন নিতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা নির্দেশ দেন।
জানা যায়, গত ৬ এপ্রিল বিয়ানীবাজার উপজেলার নাটেশ্বর গ্রামের এক প্রবাসীর স্ত্রী চারখাই বাজারস্থ ডা. জোবায়েরের চেম্বারের যান। রোগের বিবরণ শুনে ডা. জোবায়ের ওই মহিলাকে পরীক্ষার জন্য পার্শ্ববর্তী নোভা ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। পরীক্ষার পর ওই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব কর্মচারী আনিসুজ্জামান নয়ন রিপোর্ট রোগীকে না দিয়ে ডা. জোবায়েরের কাছে নিয়ে আসেন। রিপোর্ট জানতে ওই মহিলা ফের চিকিৎসকের কাছে গেলে তিনি সাথে থাকা স্বজনদের চেম্বারের বাইরে যেতে বলেন। এরপর তিনি রোগীনিকে ভেতরে রেখে চেম্বারের দরজার সিটকিনি আটকে দেন। একপর্যায়ে ডা. জোবায়ের ওই রোগীনিকে চেম্বারের ভেতর ধর্ষনের চেষ্টা চালান। এসময় রোগীনি চিৎকার দিলে চেম্বারের বাইরের থাকা লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে ওই মহিলা বাদি হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামী আনিসুজ্জামান নয়ন আদালতে উপস্থিত হননি।
রোগীকে যৌন নিপিড়নকারী চিকিৎসক কারাগারে
Monday, May 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment