আমাদের সিলেট ডটকম:
সিলেট শিক্ষাবোর্ডকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে দেশের ৭টি শিক্ষা বোর্ড। যার কারণে হতাশ সিলেটের সচেতন মহল। তারা মনে করেন, সিলেটকে পেছনে রাখার ষড়যন্ত্র চলছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯.২৩ শতাংশ। ২০১৩ সালে পাসের হার ছিল ৮৮.৯৬ শতাংশ। গতবারের চেয়ে এবারের ফলাফলে সব সূচক বৃদ্ধি পেয়েছে। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯০.৮০ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৭.৯৭ শতাংশ। সিলেট বোর্ডের ৭৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৮ হাজার ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬০ হাজার ৭৫০ জন। এর মধ্যে ছেলে ২৭ হাজার ৩৯৯ জন ও মেয়ে শিক্ষার্থী ৩৩ হাজার ৩৫১ জন। যা গতবারের তুলনায় দশমিক ২৭ ভাগ বেশি। ২০১৩ সালে পাশের হার ছিল ৮৮ দশমিক ৯৬ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৪১ জন। গতবছর এই সংখ্যা ছিল ২ হাজার ৬১১ জন। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বৃদ্ধি পেলেও এবার দেশের ৭টি শিৰাবোর্ডের মধ্যে সিলেটের অবস্থান সবার নিচে।
সিলেটকে পেছনে ফেলে দেশের ৭টি শিৰা বোর্ড এগিয়ে, হতাশ সচেতন-মহল
Saturday, May 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment