আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারের করিমপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে আসকর মিয়া(৫০) নামে এক বৃদ্ধাকে কুঁপিয়ে হত্যা করা হয়েছে।রোববার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায়,করিমপুর গ্রামের মুবিন মিয়া ও মুজিব মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।ঘটনার সময় আসকর মিয়া মুন্সিবাজার থেকে বাড়ী ফেরার পথে পথিমধ্যে বসে থাকা ১০/১২ জনের সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালালে সে মাঠিতে লুটিয়ে পড়ে।পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদের গ্রেপ্তারে রোববার রাতেই বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment