আমাদের সিলেট ডটকম:
সিলেটের কোম্পানীগঞ্জে বৃহস্পতিবার বিকালে চাল ব্যবসায়ীর ম্যানেজারকে ছুরিকাঘাত করে নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ম্যানেজারকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনে-দুপুরে এ ছিনতাইয়ের ঘটনায় বিস্মিত হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কোম্পানীগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন জানান, তিনি এ বিষয়ে অবহিত নন। তবে, তারা বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন।
সিলেট নগরীর কালিঘাটের চাল ব্যবসায়ী মতিউর রহমান গতরাতে জানান, তার প্রতিষ্ঠান মেসার্স মতিউর এন্ড ব্রাদার্সের পক্ষ থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন বাজারে পাইকারি চাল বিক্রি করা হয়। চাল বিক্রির অর্থ সংগ্রহের জন্য তার দুজন ম্যানেজার বৃহস্পতিবার সেখানে যান। বিভিন্ন বাজার থেকে অর্থ সংগ্রহ করে মোটর সাইকেলযোগে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে ফেরার পথে শিলেরভাঙ্গা নামক স্থানে তার ম্যানেজার এহিয়া আহমদ(২৭) ও লিটন ছিনতাইকারীদের কবলে পড়েন। মোটর সাইকেলযোগে আসা এক ছিনতাইকারী তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তারা মাটিতে লুটিয়ে পড়েন। এক পর্যায়ে ধলাই নদী দিয়ে নৌকাযোগে আসা ছিনতাইকারী তাদের ওপর হামলে পড়ে। ১০/১২ জন সশস্ত্র ছিনতাইকারী এহিয়া আহমদকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা অর্থ নিয়ে যায়। ছিনতাইশেষে ছিনতাইকারীরা নৌকাযোগে নির্বিঘেœ পালিয়ে যায় বলে জানান মতিউর রহমান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ছুরিকাহত এহিয়াকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানান মতিউর। তিনি জানান, এ মুহূর্তে তারা রোগী নিয়ে ব্যস্ত আছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিক কত টাকা ছিনতাই হয়েছে-এহিয়া অসুস্থ থাকায় তা তিনি বলতে পারছেন না। তবে, ছিনতাইকৃত অর্থের পরিমাণ ৫ লাখ টাকা হবে বলে জানান তিনি।
কোম্পানীগঞ্জে দিনে-দুপুরে চাল ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই
Thursday, May 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment