আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সুমন দেব (২০)। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। নিহত সুমন বানিয়াচং উপজেলা সদরের রঘু চৌধুরীপাড়া এলাকার জীতেন্দ্র দেবের ছেলে। রবিবার সকাল ১১টায় পুলিশ বানিয়াচংয়ের সৈয়দপুর বাজারস্থ তার দোকান থেকে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন সুমন দেব। রবিবার সকাল ১০টা পর্যন- বাড়িতে না যাওয়ায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে দোকানে আসেন। এসময় বাইরে থেকে দোকানের সার্টারে তালা ঝুলতে দেখেন। তালা খুলে ভেতরে সুমনের লাশ পড়ে থাকতে দেখে বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পূর্ব বিরোধের জের ধরে সুমনকে কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বানিয়াচংয়ে স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার
Sunday, May 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment