আমাদের সিলেট ডটকম:
এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ায় সংবাদ পেয়ে র্বমানা বেগম নামে এক পরীক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনা টি ঘটেছে জৈন্তাপুর উপজেলার আগফৌদ পাছৌতি গ্রামে। শনিবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত র্বমানা বেগম সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে আগফৌদ পাছৌতি গ্রামের মো: ওসমান আলী কন্যা।
জানা গেছে, এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার খবর পেয়ে মেয়েটি তার বাড়িতে বিষপান করে। ঘটনা জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যাওয়া যান। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে বিকেল সাড়ে ৫টার দিকে সে মারা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম জানিয়েছেন, নিহত র্বমানা বেগম মানবিক বিভাগের ছাত্রী ছিল। পরীক্ষায় গণিত বিষয়ে সে রিজাল্ট খারাপ করেছে। এই ঘটনায় সারীঘাট উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী সহ এলাকায়বাসি এবং পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফল খারাপ হওয়ায় জৈন্তাপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহনন
Saturday, May 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment