সিলেটে পরের স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে নিজের পুরুষাঙ্গ হারালো বখাটে

Tuesday, May 13, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটের খাদিমপাড়ায় পরের স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে নিজের পুরুষ লিঙ্গ হারালো এক বখাটে। সোমবার রাত ৯ টার দিকে শহরতলীর মুক্তিরচক এলাকার সোনাপুর গ্রামের মোঃ হোসেন আহম্মদের বসত ঘরে এ লিঙ্গ কর্তনের ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ হোসেন আহম্মদ বাদি হয়ে একমাত্র বখাটেকে আসামী করে শাহপরান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। নং- ৮ (১২-০৫-১৪)। মামলার আসামীর নাম- মঈন উদ্দিন (৩৭)। সে মুক্তিরচক এলাকার সোনাপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র। আহত মঈন উদ্দিন গ্রাম থেকে পালিয়ে গিয়ে অন্য স্থানে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয় গ্রামবাসী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত বছর আগস্টের মাঝামাঝিতে মৎস্যজীবী হোসেন আহম্মদের স্ত্রী ময়না বেগম মৌসুমীর সাথে বখাটে মঈন উদ্দিন খারাপ আচরণ,স্লীতাহানী ও তাকে উত্যক্ত করে আসছিল। বখাটে মঈন উদ্দিনের এমন আচরনের প্রতি অতিষ্ট হয়ে হোসেন আহম্মদ ওই সময় শাহপরান থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে মঈন উদ্দিন সে এমন কাজে বিরত থাকবে বলে স্থানীয় গণ্যমান্য মুরব্বীদের আশ্বাস দিয়ে শাহপরান থানা থেকে মুচলেকা দিয়ে সে ওই অভিযোগ থেকে ছাড়া পায়।মঈন উদ্দিন সালিশিগনের নিকট এই মর্মে প্রতিজ্ঞাও করে যে, ভবিষৎতে সে এ ধরনের অবৈধ কোন কাজ করিবে না। যদি করে তাহলে তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা সে মেনে নিতে বাধ্য থাকবে। কিন্তু সোমবার রাত ৯ টার দিকে হোসেন আহম্মদ বাড়িতে না থাকার সুযোগে মৌসুমীকে মঈন উদ্দিন বাহিরে আসার জন্য ডাকাডাকি করতে থাকে। মৌসুমী তার কোনো ডাকে সাড়া না দিলে বখাটে মঈন উদ্দিন তার ঘরে প্রবেশ করে। এ সময় মঈন উদ্দিন মৌসুমীকে জোরপুর্বক ধর্ষণ করার জন্য ধস্তাধস্তি করে। এক পর্যায়ে মৌসুমী ইজ্জতের ভয়ে বাধ্য হয়ে ঘরের টেবিলের উপর রক্ষিত ব্লেড দিয়ে মঈন উদ্দিনের পূর্বষাঙ্গ কর্তন করলে সাথে সাথে সে চিৎকার দিয়ে ঘর হতে পালিয়ে যায়। এ সময় মৌসুমীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বখাটে মঈন উদ্দিনের কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে পুরো ঘটনাটি সে তাদের কাছে খুলে বলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, মামলা দায়েরের পর পর বখাটে মঈন উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে তাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License