আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক রেজাউল হক সোহেল নিখোঁজের ঘটনায় ময়মনসিংহ থেকে আটক ২ জনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে আদালতে তাদের হাজির করে পুলিশ ৫দিনের রিমান্ড চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সুনামগঞ্জ সদর ওসি জানে আলম খান জানান, আসামিদের ৫দিনের রিমান্ড চাইলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোবাবার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের মুক্তগাছা থেকে লোকমান মিয়া ও আবুল কালাম নামের দুই জনকে আটক করা হয়। তাদের মধ্যে লোকমান স’ানীয় শিবসাহ ইউনিয়ন পরিষদের সদস্য।
এর আগে ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক তিন যুবদল নেতাকে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমিত দেন আটক তিন ।
অন্যদিকে মুজিবুর রহমান ও তার গাড়ি চালক রেজাউল হক সোহেলের খোঁজে পুলিশের ৮টি টিম টাঙ্গাইলের মধুপুর গড় ও আশেপাশের এলাকায় অভিযান চালাচ্ছে। তবে বুধবার বিকাল পর্যন্ত পুলিশ কোন আশার খবর নিখোঁজদের পরিবারকে জানাতে পারেনি।
পুলিশ জানায়, মঙ্গলবার মুজিবুর রহমানের ফোন সচল ছিল। ট্রাকিং এর মাধ্যমে নিশ্চিত হয়ে মধুপুর গড় এলাকায় সুনামগঞ্জ ও টাঙ্গাইল পুলিশের ৮টি টিম সেখানে কয়েক ঘন্টার অভিযান চালায়।
সুনামগঞ্জের পুলিশ সুপার হার্বন অর রশীদ জানান, পুলিশের বেশ কয়েকটি টিম দুইজনের সন্ধানে কাজ করছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু বলা যাচ্ছে না।
মুজিব নিখোঁজ ঘটনায় ময়মনসিংহে আটক দুই জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর
Wednesday, May 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment