আমাদের সিলেট ডটকম:
যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ী চালক রেজাউল নিখোঁজের ঘটনায় ময়মনসিংহে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ইতোমধ্যে প্রবাসী এই বিএনপি নেতা নিখোঁজের ঘটনায় প্রনিধানযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবী করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ।
ময়মনসিংহ থেকে সাংবাদিক হারুনুর রশিদ জানান, বিএনপি নেতা মুজিব ও তার গাড়ি চালক নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে ময়মনসিংহে দু’জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হচ্ছেন ময়মনসিংহের শিবসাহ ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান ও তার এক সহযোগী। বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার(পূর্ব) হিমায়েতুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে তাদের সুনামগঞ্জে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ শনিবার দুপুরে যুবদল নেতা আলী আকবর চৌধুরীকে আটক করেছে।
এদিকে, গতরাতে সুনামগঞ্জের স্থানীয় সাংবাদিকদেও সাথে আলাপকালে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ দাবী করেছেন, ইতোমধ্যে নিখোঁজ ঘটনার তদন্তে প্রনিধানযোগ্য অগ্রগতি হয়েছে। দুয়েক দিনের মধ্যেই নিখোঁজ রহস্যের জট খুলতে পারে বলে দাবী করেছেন এসপি।
পুলিশের একটি সূত্র জানায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে মুজিব নিখোঁজ হয়েছেন-এমন তথ্য প্রায় নিশ্চিত হয়েছে পুলিশ। তাকে উদ্ধারের জন্য রোববার দিনগত রাতে ময়মনসিংহের শিবসাহসহ আরো কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে সুনামগঞ্জ জেলা পুলিশের একটি দল।
উল্লেখ্য, গত ৪ মে মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক সোহেল সুনামগঞ্জ থেকে সিলেটে তার বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন। দু’দিন পর ভাগ্নি জামাই রাবউল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
বিএনপি নেতা মুজিব অপহরণ ঘটনা ময়মনসিংহে আটক ২ # প্রনিধানযোগ্য অগ্রগতি দাবী পুলিশের
Sunday, May 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment