এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারমুখী অবস্থান- ক্যম্পাসে পুলিশ মোতায়েন

Monday, May 12, 2014

আমাদের সিলেট ডটকম:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপ ক্যাম্পাসে সশস্ত্র অবস্থান নিয়েছে। যেকোনো সময়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে । খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার একদল পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে।

সোমবার দুপুরে ১১টায় থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বহিষ্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেয়। এসময় আতংকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে অন্যত্র সরে যেতে দেখা গেছে।

দলীয় সূত্রে জানা যায়- দীর্ঘদিন থেকে এমসি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিপু ও পঙ্কজ গ্রুপের মধ্যে দ্বন্ধ চলছে। এমনকি সম্প্রতি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ও সংঘাত চলে আসছে। ক্যাম্পাসের দখল নিয়ে গত একবছরে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে অন্তত ২০ বার সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও বন্দুক-যুদ্ধের ঘটনা ঘটেছে। উভয় গ্রুপের মধ্যে বহিরাগত সন্ত্রাসীরা রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License