আমাদের সিলেট সিলেট ডটকম:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত এক ছাত্রলীগ কর্মীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক আসাদ ও শাবি শাখা সহ সভাপতি অঞ্জন রায় গ্রুপের নেতাকর্মীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা গেছে, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ক’দিন ধরে ছাত্রলীগের আসাদ গ্রুপের সাথে অঞ্জন গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে অঞ্জন গ্রুপের কর্মী সোহাগকে শাহপরাণ হলের পাশে একা পেয়ে ছুরিকাঘাত করে আসাদ গ্রুপের কর্মী জাবেদ।
ঘটনাটি জানাজানি হলে অঞ্জন গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহপরাণ হল ও দ্বিতীয় ছাত্র হলে হামলা চালায়। এ সময় অঞ্জন গ্রুপের সাথে উত্তম গ্রুপের কর্মীরাও হামলায় অংশ নেয়। হামলাকারীরা ঐ দুটি হলে আসাদ গ্রুপের কর্মীদের বিভিন্ন কক্ষ ভাংচুর করে।
ঘটনার পর পরই আসাদ গ্রুপের কর্মীরা হল ত্যাগ করে। অন্যদিকে, রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অঞ্জন গ্রুপের কর্মীরা দ্বিতীয় ছাত্রহলে অবস্থান করছিল।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি।
ছুরিকাহত সোহাগকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ এক ছাত্র ছুরিকাহত ॥ কক্ষ ভাংচুর
Tuesday, May 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment