ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক অটুট থাকবে -স্পিকার

Saturday, May 17, 2014

আমাদের সিলেট ডটকম:

নরেন্দ্র মোদির সরকার ৰমতায় আরোহনের পরও ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভারতের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক আছে, ভবিষ্যতেও থাকবে। সরকার পরিবর্তনের কারণে সম্পকের্র কোন ব্যঘাত ঘটবে না। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে গুর্বত্বপূর্ণ নানা বিষয়ে দ্বি-পাক্ষিক চুক্তি করেছেন। এই চুক্তির ব্যাপারে উভয় দেশও আন্তরিক। ভারতের বর্তমান সরকার উভয় দেশের স্বার্থ রক্ষায় এই চুক্তির মূল্যায়ন ও বাস-বায়ন করবে বলে আমরা আশাবাদী। অচিরেই তিস্তার পানি সমস্যারও সমাধান হবে।

শনিবার বিকেলে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে উপসি’ত সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় তার সাথে ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, জালালাবাদ গ্যাস এমপৱয়ীজ ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।


শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন উপলৰে

সিলেট সার্কিট হাউজে কেক কাটলেন স্পীকার


জাতীয় সংসদের ড. শিরিন শারমীন চৌধুরী’র সিলেট আগমন উপলৰে জালালাবাদ গ্যাস এমপৱয়ীজ ইউনিয়ন রেজিঃ নং চট্ট-২৫২০ (সিবিএ) এর পৰ থেকে সিলেট সার্কিট হাউজে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন উপলৰে কেক কাটেন স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী।

এ সময় সিবিএ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম, সহ-সভাপতি আব্দুল আউয়াল খান, এমরান হোসেন চৌধুরী, বিলাল হোসেন, বদর্বল ইসলাম, শাহিদ হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আইয়ূব আলী, শ্রী সুরচন্দ্র সিংহ, কাজী মোশাররফ প্রমুখ উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License