আমাদের সিলেট ডটকম:
প্রতিপক্ষকে অপহরণের ঘটনায় ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন সুনামগঞ্জের তাহিরপুরের এক পলৱী চিকিৎসক। পাওনা টাকা ফেরত না দিতে পেরে এই অপহরণের নাটক সাজিয়েছেন আলমগীর হোসেন (৩০)। পুলিশের হাতে ধরা পড়ায় বেড়িয়ে এসেছে তার সাজানো অপহরণ ও নিখোঁজ নাটকের মুল কাহিনী। তিন দিন নিখোঁজ থাকার পর ওই পল্লী চিকিৎসককে গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা নেত্রকোনা শহর থেকে তাকে আটক করেছে পুলিশ।
তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ফাগুয়া গ্রামের কাজী আলী উসমানের ছেলে । এলাকার অনেকের কাছ থেকে কয়েক লাখ টাকা পায়। গত ১২ মে আলমগীর হোসেন মিজানুর রহমান মোল্লাকে ফাঁসানোর জন্য আত্মগোপনে চলে যায়।তার স্বজনদের সে মোবাইলে জানায় তাকে অপহরণ করা হয়েছে, মিজান মোল্লাকে ১০ লাখ টাকা দিলে তাকে মুক্তি দেবে। স্বজনরা তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে সে ভারতে আছে বলে জানায়। এ ঘটনায় তাহিরপুর থানায় একটি জিডি করেন তার বড় ভাই জাহাঙ্গীর হোসেন। ঘটনার তিনদিন পর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার পুলিশ নেত্রকোনা শহরের নাগরা এলাকা থেকে আলমগীর হোসেনকে আটক করে।
অপহরণের ঘটনা সাজিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন………..
Thursday, May 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment