আমাদের সিলেট ডটকমঃ
ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান প্রবাসী আতাউর রহমান মানিককে ঢাকায় অপহরণ করে একটি বাসায় আটকে রেখে আপত্তিকর ছবি উঠিয়ে সাথে থাকা টাকাপয়সা রেখে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে গুলশান থানার শাহাজাদপুর এলাকায় ঘটনাটি ঘটে জানিয়ে গুলশান থানায় সাধারণ ডায়রী করেছেন ইউপি চেয়ারম্যান মানিক।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে চেয়ারম্যান মানিক জানান-চিকিৎসার জন্য নিজ মাইক্রোবাসযোগে ঢাকায় যাওয়ার পর রোববার রাত দশটার দিকে গুলশান থানাধীন শাহাজাদপুর সুবাস্থ মার্কেটের সামনে গাড়ি থামিয়ে পান খাওয়ার জন্য একটি দোকানের সামনে গেলে অজ্ঞাতনামা ৩-৪জন তাকে ধরে ভয়ভীতি দেখিয়ে একটি বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তার আপত্তিকর ছবি উঠানোর পর পত্রিকায় ছাপানোর ভয় দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা দাবি করে। পরে সাথে থাকা নগদ টাকা পয়সা রেখে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
এদিকে গতকাল মঙ্গলবার এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন গোয়ালাবাজার ইউপি সদস্যবৃন্দ। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত বিশেষ সভায় এই দাবি জানানো হয়। ইউপি সদস্য আপ্তাব আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহ্ ফারুক আহমদ, আলা মিয়া, আবদুস সামাদ, আবদুল গফফা সেলিম, আবদুর রহমান বাবলু, আবদাল মিয়া, শাহীন মিয়া, মহিলা সদস্যা চামেলি রাণী দেব, মালা বেগম, মনোয়ারা বেগম, ইউপি সচিব তালুকদার মকবুল হোসেন ও বাজার সেক্রেটারী তাজ উদ্দিন আহমদ। সভায় বক্তারা বলেন, চেয়াম্যানের মানহানি ঘটনোর জন্য দুষকৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে।
ওসমানীনগরের ইউপি চেয়ারম্যানকে ঢাকায় অপহরণ : অতঃপর মুক্তি
Tuesday, May 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment