আমাদের সিলেট ডটকম:
এসএসসিতে সিলেট বিভাগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল দি বাডস রেসিডেশিয়্যাল স্কুল এন্ড কলেজ ১০ স্থান লাভ করেছে। এবং ৬৮টি এ পৱাস পেয়ে মৌলভীবাজার জেলায় প্রথম স্থান অর্জন করছে। একই সাথে তাদের পাসের হার ৯৮.০৩%। এ বছরের মৌলভীবাজারে এসএসসি পরীক্ষায় মোট ১৫ হাজার ৪শ ৪৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭শ ৭৯ জন। এর মধ্যে ছাত্র ৫হাজার ৯শ ৪২ এবং ছাত্রী ৭ হাজার ৮শ ৩৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৭৫৬ জন। সিলেট বিভাগের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে মৌলভীবাজার জেলার,শ্রীমঙ্গল উপজেলার দি বার্ডস রেসিডেন্টসিয়েল মডেল স্কুল এন্ড কলেজ ১০তম, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল ১১তম, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ১২তম, রাজনগর আইডিয়াল হাইস্কুল ১৭ তম, মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৮ তম হয়েছে।
সিলেট বিভাগের সেরা ২০টির মধ্যে ৫টি মৌলভীবাজারে
Saturday, May 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment