আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ডাকঘরের পোস্ট মাস্টার আমির হোসেন এমটিএস’র মাধ্যমে আসা গ্রাহকদের সাড়ে ৪লাখ টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন।
গত ৩০ এপ্রিল ৩ লাখ ৫০ হাজার টাকা, ৪ মে ৫০ হাজার টাকা এবং গ্রাহকদের বকেয়া আরো ৩২ হাজার টাকাসহ মোট ৪ লাখ ৪৭ হাজার ৫শ’ ৫৮ টাকা তার নিজ মোবাইলে ট্রান্সফার করে গা ঢাকা দিয়েছেন। ডাকঘরের উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা খুঁজে পেয়েছেন।
গত ২৮ এপ্রিল থেকে ডাকঘর তালাবদ্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকাবাসীকে বিলিকাজে সাময়িকভাবে দোয়ারাবাজার উপজেলা ডাকঘরের অর্ন্তভূক্ত করা হয়েছে। পলাতক পোস্টমাস্টার আমির হোসেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ঝিরারগাঁও গ্রামের মৃত বশির মিয়ার পুত্র।
বিভাগীয়ভাবে বিষয়টি আরো খতিয়ে দেখে তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ উপ-বিভাগের ডাকঘর পরিদর্শক ফারুক আহমদ।
দোয়ারাবাজারে ডাকঘরের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ
Monday, May 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment