শীর্ষ নিউজ, রিয়াদ : সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশী নাগরিকের মালিকানাধীন তিতাস ফার্নিচার ফ্যাক্টরিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ফ্যাক্টরিতে কর্মরত সাত বাংলাদেশীসহ নয়জন নিহত হয়েছেন। নিহত অন্য দুইজন ইন্ডিয়ার নাগরিক বলে জানা গেছে।মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটার দিকে রিয়াদের ইন্ডাষ্ট্রিয়াল এরিয়ার শিফা সানাইয়া এলকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জালাল (৫০), আবদুল গাফফার (৩০), সেলিম (৩৫), বাহাউদ্দিন (৩০), নাজির (৫০) (কুমিল্লাহ) জাকির (৩২) (ফেনী) আক্তার (৩৩) (মাদারিপুর)।
ইন্ডিয়ার নিহত দুই নাগরিক হলেন ইশরাক (৩০), ওয়াসিম (৩৩)।
তিতাস ফার্নিচারের বাংলাদেশী কর্মচারী হান্নান জানান, কাজ শেষ করে ফ্যাক্টরির বিশ্রাম কক্ষে কর্মচারীরা অবস্থান করছিলেন। এ সময় আগুনর খরব পেয়ে তাড়াহুড়া করে বের হওয়ার সময় ধূয়াচ্ছন্ন হয়ে ফ্যাক্টরির ভিতরে আটকা পড়েন। এতে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।
তিতাস ফার্নিচার ফ্যাক্টরির কর্মচারী আহত হান্নান, মতিউর রহমান ও মাসুমসহ লেবার কাউন্সেলের মুখপাত্র মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ফ্যাক্টরীতে ১২জন বাংলাদেশী ও দুইজন ভারতীয় শ্রমিক কর্মরত ছিলেন বলে জানা যায়।
No comments:
Post a Comment