আমাদের সিলেট ডটকম:
সিলেটে এক হেরোইন বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার সকালে সিলেটের বিশেষ দায়রা জজ ( জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল)’র বিচারক মোঃ মঈদুল ইসলাম এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম- জিয়াউর রহমান (৩৫)। সে এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের মৃত ফালু মিয়ার পুত্র। রায়ের সাথে আসামীকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা দিতে না পারলে দন্ডপ্রাপ্ত আসামী আরো ১ বছরের কারাভোগ করতে হবে। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাত ৯ টা ৫ মিনিটে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা ভার্থখলাস’ জনতা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা জিয়াউর রহমানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার টাকা দামের ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইবাদুল্লাহ বাদি হয়ে তার বির্বদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৯ (১৬-১২-১২)। দীর্ঘ তদন্ত শেষে দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান ২০১৩ সালের ২৯ জানুয়ারী একমাত্র জিয়াউর রহমানকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালত একই বছরের ১১ জুন থেকে এ মামলার বিচারকার্য্য শুর্ব করেন। দীর্ঘ শুনানী ও ৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী জিয়াউর রহমানকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারা টেবিলের ১ (খ) ক্রমিকে দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত দন্ডদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি এডভোকেট নওসাদ আহম্মদ চৌধুরী ও আসামীপক্ষে এডভোকেট ঝরনা বেগম মামলাটি পরিচালনা করেন।
সিলেটে হেরোইন বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড
Sunday, May 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment