শীর্ষ নিউজ ডটকম, ঢাকা: নারায়ণগঞ্জে আলোচিত সাত হত্যার ঘটনায় চাকরিচ্যুত তিন র্যাব কর্মকর্তাকে গ্রেফতারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ।
বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সিআরপিসি অনুযায়ী এই তিন কর্মকর্তাকে এখন থেকে গ্রেফতারে আর কোনো বাধা নেই। এখন থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে গ্রেফতার করতে পারবে।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সশস্ত্র বাহিনী বিভাগ এই চিঠিটি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অবহিত করেছে।
No comments:
Post a Comment